Advertisement
Advertisement

অযোধ্যায় বাড়ছে ভক্ত সমাগম, রামলালা দর্শনার্থীর সংখ্যা সাড়ে ৫ কোটি পার

দেশ-বিদেশের শত শত ভক্তের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Over 5.5 crore devotees offer prayers at grand Ram Temple in Ayodhya
Published by: Hemant Maithil
  • Posted:June 28, 2025 1:32 pm
  • Updated:June 28, 2025 1:32 pm  

হেমন্ত মৈথিল,অযোধ্যা: ২০২৪ সালের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হয়েছিল রামমন্দিরের। রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে ভারতজুড়ে বিরাট উন্মাদনা তৈরি হয়েছিল। এমনকী বিশ্বের বিভিন্ন প্রান্তে রামজোয়ার দেখা যায়। তারপর থেকে বিপুল ভক্ত সমাগম হচ্ছে রামমন্দিরে। যে সংখ্যাটা এখন সাড়ে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউড তারকা-সহ বিদেশি অতিথি মিলিয়ে ভিআইপিদের সংখ্যাও প্রায় সাড়ে ৪ লক্ষ। প্রতিদিন দেশ-বিদেশের শত শত ভক্ত যাতে নির্বিঘ্নে রামলালর দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধারণ মানুষ থেকে ভিআইপি মাথায় রাখা হয়েছে সকলের কথাই। 

গত বছর মহাসমারোহে দীপাবলি উদযাপিত হয় রামমন্দিরে। ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫ প্রদীপ জ্বলে রামলালার শহর অযোধ্যায়। একসঙ্গে সরযূ নদীর তীরে আরতি করেন ১ হাজার ১২১ জন। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মায়ানমার, মালয়েশিয়া এবং নেপাল থেকে এসেছিল রাম-লীলার দল। রাবণবধের দৃশ্য তুলে ধরেন তাঁরা। উত্তরপ্রদেশ সরকার ও রাম মন্দির ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত দীপোৎসবের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে অযোধ্যার। যে কারণ এই শহর সাধারণ মানুষকে আরও আকৃষ্ট করে। লক্ষ লক্ষ ভক্তের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সুষ্ঠু দর্শন ব্যবস্থা নিশ্চিত করেছেন। স্পষ্ট নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ বা ভিআইপি কোনও ভক্তের যেন কোনও অসুবিধা না হয়। তীর্থযাত্রী এবং পর্যটক উভয়ের জন্য এই শহরে ভ্রমণ আরও সুবিধাজনক করতে তাঁর সরকার গণপরিবহণ সংযোগেও জোর দিয়েছে।

বহু সেলিব্রিটি তাঁদের পরিবারের সঙ্গে একাধিকবার রামমন্দিরের দর্শন করেছেন। কয়েকদিন আগেই রামলালার কাছে এসেছিলেন টেসলাকর্তা ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে আলেকজান্দ্রা মাস্ক এবং তাঁর সংস্থার অন্যান্য আধিকারিকরা। মন্দির ঘুরে মুগ্ধ হয়ে ইরল বলেন, “এটি একটি অসাধারণ মুহূর্ত।” এদিকে, মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে কেবল ভিআইপিরা সহজেই প্রবেশাধিকার পান না। দর্শন সকলের জন্যই সহজলভ্য। সেটা সাধারণ মানুষ হোক বা বিশেষ অতিথি। ভিড় নিয়ন্ত্রণে চালু করা হয়েছে অনলাইন পাস সিস্টেমও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement