সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামার বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আভাদি জেলায়। মৃত ৩৬ বছর বয়সি গোমতি ও তাঁর স্বামী স্টিফেন রাজ তামিলনাড়ুর বিদুথলাই চিরুথাইগল কাচ্চি পার্টির সদস্য। গোমতি আভাদি জেলার তিরুনিনরাভুর পুরসভার কাউন্সিলার।
বৃহস্পতিবার স্টিফেন রাজ জনবহুল রাস্তায় গোমতির উপর ছুরি দিয়ে আঘাত করেন। সেখানেই কুপিয়ে খুন করেন তাঁকে। এরপর থানায় আত্মসমর্পণ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে বিয়ে হয় গোমতি ও রাজের। তাঁদের চার সন্তান রয়েছে। গোমতির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে বরাবরই সন্দেহ করতেন রাজ। মাঝে মঝ্যেই এনিয়ে ঝামেলা হত তাঁদের। বৃহস্পতিবার রাজ জানতে পারেন, রাস্তার মাঝে এক ব্যাক্তির সঙ্গে কথা বলছেন তাঁর স্ত্রী। খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে রাজ দেখতে পান সত্যিই গোমতি একব্যক্তির সঙ্গে কথা বলছেন। এরপরই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।
এরই মধ্যে একটি ছুরি বের করে স্ত্রীর উপর হামলা চালান রাজ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গোমতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন রাজ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.