সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরমতি আশ্রমে আচমকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন পি চিদম্বরম! হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান কংগ্রেস নেতাকে। জানা গিয়েছে, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন অর্থমন্ত্রী।
আজ মঙ্গলবার গুজরাটের আমেদাবাদের সবরমতি আশ্রমে প্রার্থনাসভায় যোগ দিয়েছিলেন চিদম্বরম। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। এএনআই সূত্রে খবর, প্রার্থনা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন চিদম্বরম। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দলের কর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান বর্ষীয়ান নেতাকে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমেই অসুস্থ হয়ে পড়েছেন চিদম্বরম। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
| Ahmedabad, Gujarat: Congress leader P Chidambaram fell unconscious due to heat at Sabarmati Ashram and was taken to a hospital.
— ANI (@ANI)
গত ৩০ বছরে গুজরাটে জেতেনি হাত শিবির। তাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য সেরাজ্যে জড়ো হয়েছে গোটা দেশের কংগ্রেস নেতৃত্ব। আজ ও আগামীকাল দু’দিন ধরে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) বৈঠক চলবে। এই আলোচনাতে যোগ দেওয়ার জন্য এসেছিলেন চিদম্বরম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.