সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছিল তার প্রমাণ কোথায়?’ সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার আগেই এমনই মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর প্রশ্ন এনআইএ কি জঙ্গিদের পাকিস্তান থেকে আসার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে? চিদম্বরম এহেন প্রশ্ন তুলতেই পালটা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পহেলগাঁও সন্ত্রাস ইস্যুতে তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা চিদম্বরম। তিনি বলেন, “পাকিস্তানিরা এই যে এই সন্ত্রাসে জড়িত ছিল সে সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি।” চিদম্বরম আরও জানান, “হতে পারে স্থানীয় জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত। এনআইএ কি পাকিস্তান থেকে জঙ্গিদের আসার কোনও সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে?” এরপরই তাঁর বার্তা, ”এমন গুরুতর ইস্যুতে স্পষ্ট তথ্য প্রমাণ থাকা উচিৎ।” স্বাভাবিকভাবেই চিদম্বরমের এই মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। কংগ্রেসকে নিশানায় নিয়ে কড়া সুরে আক্রমণ সানিয়েছে বিজেপি।
বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কংগ্রেস আবার পাকিস্তানকে ক্লিনচিট দিতে উঠেপড়ে লেগেছে।’ এক্স হ্যান্ডেলে চিদম্বরমের ওই সাক্ষাৎকারের ভিডিও তুলে ধরে তিনি লেখেন, ‘যখনই আমাদের নিরাপত্তাবাহিনী পাক মদতপুষ্ট সন্ত্রাসের মুখোমুখি হয় তখনই কংগ্রেস নেতারা পাকিস্তানের আইনজীবীর ভূমিকা পালন করেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কখনও অস্পষ্টতা থাকা উচিৎ নয়। তবে কংগ্রেস সর্বদা দেশের শত্রুকে রক্ষা করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে।’
P. Chidambaram, former UPA-era Home Minister and the original proponent of the infamous “Saffron Terror” theory, covers himself with glory yet again:
“Have they (NIA) identified the terrorists or where they came from? For all we know, they could be homegrown terrorists. Why do…
— Amit Malviya (@amitmalviya)
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। ঘটনার তদন্তে নেমে কাশ্মীরের স্থানীয় দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জানানো হয়েছে, এই হামলায় যুক্ত ৩ লস্কর জঙ্গি যারা পাক নাগরিক। যদিও তদন্তকারী সংস্থা এখনও তাদের নাম প্রকাশ করেনি। জানানো হয়েছে উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে সোমবার পহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনার জন্য ১৬ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরইমাঝে এই ইস্যুতে চিদম্বরমের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.