Advertisement
Advertisement
Pahalgam Terror Attack

‘পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র’, বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসম পুলিশ বিধায়ককে গ্রেপ্তার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।

Pahalgam Terror Attack: AIUDF MLA of Assam arrested allegedly making controversial comment on Pahalagam and Pulwama attack
Published by: Sucheta Sengupta
  • Posted:April 24, 2025 6:49 pm
  • Updated:April 24, 2025 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টা আগে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। ২৬টি প্রাণের বিনিময়ে কাশ্মীরের পহেলগাঁওয়ের নিরাপত্তা থেকে সৌন্দর্য সব ভেঙে খানখান! জঙ্গিদের নিধন চেয়ে ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। প্রতিবাদের আগুন জ্বলছে গোটা দেশে। এই আবহে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হলেন অসমের বিধায়ক আমিনুল ইসলাম। তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক। আমিনুলের বেফাঁস মন্তব্য, ”পুলওয়ামা, পহেলগাঁও হামলা সবই সরকারের ষড়যন্ত্র।” তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসম পুলিশ বিধায়ককে গ্রেপ্তার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত ৬টি ধারায় দায়ের হয়েছে মামলা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন অন্তত ৪০ জন জওয়ান। সেবারও পাক সন্ত্রাসবাদীদের হাত ছিল হামলায়। এবার পহেলগাঁওয়ে ২৬ জন সাধারণ পর্যটকের প্রাণ গিয়েছে। অপরূপ বৈসরন উপত্যকার রং বদলে গিয়েছে রক্ত-লালে। এমন পরিস্থিতিতে এই হামলাকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করলেন অসমের বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক আমিনুল। ওই ভিডিওবার্তা ভাইরাল হতেই বড় পদক্ষেপ নিল অসমের বিজেপি সরকার।

এনিয়ে বদরুদ্দিন আজমল অবশ্য দলীয় বিধায়কের পাশে দাঁড়াননি। তিনি সাফ জানিয়েছেন, ”এসব বক্তব্য আমাদের দল সমর্থন করে না। আমরা মনে করি, ধর্ম নির্বিশেষে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই দরকার। ইসলামের নামে এরা বদনাম করছে। তাই এই পরিস্থিতিতে আমিনুলের বক্তব্য সমর্থন করে না।” মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কড়া সুরে বলেছেন, ”প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বা যারা পাক মদতপুষ্ট এই সন্ত্রাসকে সমর্থনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবই। ওই বিধায়কের বক্তব্য আমরা ভালো করে শুনেছি। উনি পাকিস্তানকে সমর্থন করছেন। এটা বিপজ্জনক। তাই আমরা মামলা দায়ের করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement