সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার অ্যাকশন টিমের পর এবার স্নাইপারদের আসরে নামাল পাক সেনা। বুধবার নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরে পাক স্নাইপারের ছোড়া গুলিতে এক জওয়ান শহিদ হলেন। আহত হয়েছেন আরও তিন ভারতীয় সেনা।
সেনা সূত্রে খবর, পাক রেঞ্জার্সরা কেরান সেক্টরের পিম্পল সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আচমকা হামলা সামলে পালটা গুলি চালায় ভারতও। কিন্তু আচমকাই পাক রেঞ্জার্সের স্নাইপারদের গুলি ভারতীয় সেনার ৫/৯ গ্রাউন্ড ইউনিটের চার জওয়ানকে আহত করে। আহতদের এয়ারলিফ্ট করে শ্রীনগরে সেনার ৯২-বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত রাজেশ খতরিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সেনার এক সিনিয়র কর্তা বলছেন, পাক সেনাকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হচ্ছে। গত জুলাইয়ের ১২ তায়র্খ পাক সেনার স্নাইপারদের হামলায় দু’জন জওয়ান শহিদ হন। ৮ আগস্ট জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক জওয়ান একইভাবে মারা যান। সেনা সূত্রে খবর, ভারতীয় সেনা ছাউনিগুলি লক্ষ্য করে পাক সেনা এখন নিত্যনতুন ঘাঁটিতে স্নাইপারদের মোতায়েন করছে। গত এক বছরে ভারতের বহু জওয়ান পাক স্নাইপারদের গুলিতে প্রাণ হারিয়েছেন।
J&K: Anantnag police arrested Hizbul Mujahideen terrorist Aadil Ahmad Bhat from Bijbehara railway station.
— ANI (@ANI)
এদিনই জম্মু ও কাশ্মীর থেকে এক হিজবুল মুজাহিদিন জঙ্গি আদিল আহমেদ ভাটকে বিজবেহরা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে অনন্তনাগ পুলিশ। অন্যদিকে, রাজ্যের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই শ্রীনগরে রিভিউ বৈঠকে বসেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
Srinagar: J&K CM Mehbooba Mufti chaired meeting to review the overall security situation in Kashmir valley
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.