Advertisement
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুরের সময় সেনার গতিবিধির তথ্য আইএসআইকে পাচার! রাজস্থানে গ্রেপ্তার ‘পাক চর’

ধৃতের নাম হানিফ খান।

'Pak Spy' Arrested In Jaisalmer For Passing Sensitive Army Details During Operation Sindoor
Published by: Subhodeep Mullick
  • Posted:September 26, 2025 2:59 pm
  • Updated:September 26, 2025 3:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনার গতিবিধির গোপন তথ্য তুলে দিয়েছিলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে। এমনই অভিযোগে রাজস্থানের জয়সলমীর থেকে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃতের নাম হানিফ খান। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (১৯২৩) অনুযায়ী তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতচল্লিশর হানিফ বর্তমানে জয়সলমীরের মোহনগড়ে বসবাস করছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, হানিফের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আইএসআইয়ের। শুধু তাই নয়, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনার গতিবিধির গোপন তথ্য তিনি পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিয়েছিলেন। তদন্তকারীদের একটি সূত্রে খবর, হানিফের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ পাওয়ার পরই তাঁর উপর নজরদারি চালানো হয়েছিল। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, হানিফকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়। সেটি পরীক্ষা করার পর তাঁর সঙ্গে আইএসআই যোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। এমনকী জেরায় নাকি অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, বিপুল পরিমাণ টাকার বিনিময়ে হানিফ চরবৃত্তি করতেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ