উত্তপ্ত উপত্যকা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শুক্রবার রাত থেকেই চলছে ভয়াবহ গুলির লড়াই। সেনার হাতে নিকেশ হয়েছে এক জঙ্গি। সমস্ত এলাকা ঘিরে ফেলে চলছে অভিযান।
: Terrorists fire upon security personnel at Bumzoo village in Anantnag district’s Mattan; Area cordoned off, more details awaited. (visuals deferred by unspecified time)
Advertisement— ANI (@ANI)
সেনা সূত্রে খবর, কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় সংঘর্ষে নিহত হয়েছে এক লস্কর জঙ্গি। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির আরও কয়েকজন সদস্য ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে স্থানীয়রা যাতে বাধা দিতে না পারে, তার জন্য বসানো হয়েছে পিকেট। হত জেহাদির কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মৃত জেহাদি পাকিস্তানের নাগরিক বলে মনে করছে সেনা। উত্তেজনা রুখতে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পাশাপাশি অন্য একটি ঘটনায় অনন্তনাগ জেলায় সেনার টহলদার বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। একই সঙ্গে শুক্রবার গভীর রাতে এক প্রশিক্ষণরত পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা। কুলগাম জেলার বাসিন্দা মহম্মদ সলিম শাহ বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। এদিন গভীর রাতে তাঁকে বাড়ি থেকে অপহরণ কর সশস্ত্র জঙ্গিরা। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ।
[স্মৃতিতে ২১ জুলাই: ‘ভাগ্যিস সেদিন বিকাশদা ছিল, নাহলে মৃতের সংখ্যা আরও বাড়ত’ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.