Advertisement
Advertisement

Breaking News

Pakistan

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামালার ঘটনায় ভারতকে কাঠগড়ায় তুলল ইসলামাবাদ, পালটা জবাব নয়াদিল্লির

কী জানাল ভারত?

Pakistan Blames India For Suicide Car Bomb Attack, Centre Responds
Published by: Subhodeep Mullick
  • Posted:June 29, 2025 8:59 am
  • Updated:June 29, 2025 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তান। এবার সেই ঘটনার জন্য ভারতকে দায়ী করল ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, এই হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে। যদিও ইসলামাবাদের এই দাবি খণ্ডন করে পালটা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি।

রবিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে ওই বিবৃতিতে লেখেন, ‘২৮ জুন ওয়াজিরিস্তান জেলায় যে জঙ্গি হামলা হয়েছে, সেই ঘটনায় পাকিস্তান সেনা ভারতকে দায়ী করেছে। ইসলামাবাদের এই দাবির আমরা কড়া নিন্দা জানাই এবং তা প্রত্যাখান করছি।’

শনিববার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি বিস্ফোরক ভর্তি গাড়ি সেনা কনভয়ে ধাক্কা মারে। মৃত্যু হয়েছে ১৬ জন জওয়ানের। সাধারণ বাসিন্দা-সহ আহত হয়েছেন ২৯ জন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চিনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement