Advertisement
Advertisement

Breaking News

CDS Anil Chauhan

৪৮ ঘণ্টার পাক হামলার ছক আট ঘণ্টায় গুঁড়িয়ে দেয় ভারত, জানালেন সিডিএস চৌহান

সংঘর্ষবিরতির জন্য পাকিস্তানই অনুরোধ করে, জানালেন সিডিএস।

Pakistan had to end 48-hour strike plan in just 8 hours reveals CDS Anil Chauhan
Published by: Kishore Ghosh
  • Posted:June 3, 2025 8:54 pm
  • Updated:June 3, 2025 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পরিকল্পনা ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নতজানু হতে বাধ্য করবে। যদিও ভারতের কৌশলী আক্রমণের সামনে আট ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে যায় ওরা। সংঘর্ষবিরতির জন্য ভারতকে অনুরোধ করে। মঙ্গলবার জানালেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান।

মঙ্গলবার পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। সেখানেই তিনি বলেন, ইসলামাবাদই সংঘাত বাড়িয়েছিল। অপারেশন সিঁদুরের তিন দিন পরে ১০ মে রাত ১টা নাগাদ সামরিক হামলা চালায় ওরা। পাকিস্তানের পরিকল্পনা ছিল ধারাবাহিক আক্রমণ চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নতজানু হতে বাধ্য করবে। যদিও ওদের সমস্ত জারিজুরি আট ঘণ্টার মধ্যে গুটিয়ে যায়। কোন কৌশলে?

আসলে পালটা হামলায় পাকিস্তানের নূর খান, মুরিদ ও রফিকির মতো একাধিক বিমানঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। নষ্ট করা হয়ে প্রতিবেশী দেশের এয়ার ডিফেন্স সিস্টেম। জেনারেল চৌহান আরও জানান, সংঘর্ষবিরতির অনুরোধ জানিয়ে পাকিস্তানের ডিজিএমই হটলাইনে ভারতের ডিজিএমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। যেহেতু ওরা বুঝেছিল যুদ্ধ চালিয়ে গেলে আরও ক্ষতি হবে। সেই কারণেই ওরা সংঘর্ষবিরতির পথে হাঁটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement