Advertisement
Advertisement
Jyoti Malhotra

কেরল পর্যটনের ‘মুখ’ পাক চর জ্যোতি! ফাঁস হতেই বিজয়ন সরকারকে তোপ কংগ্রেস-বিজেপির

এই ঘটনায় কেরলের পর্যটন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি।

Pakistan spy Jyoti Malhotra visited Kerala on government invite

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 7, 2025 12:26 pm
  • Updated:July 7, 2025 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্যা সামনে এসেছে। তথ্যের অধিকার আইন (RTI) অনুসারে, রাজ্যের পর্যটনের ব্রান্ড প্রমোশনের জন্য মোট ৪১ জন ইউটিউবারকে আমন্ত্রণ জানিয়েছিল কেরল সরকার। যার মধ্যে ছিলেন জ্যোতিও। এমনকী প্রত্যেকের থাকা, খাওয়া থেকে যাতায়াতের সমস্ত খরচ বহন করেছিল কেরল সরকারের পর্যটন বিভাগ।

Advertisement

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই কেরল সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। এরপরেই আসরে নেমেছেন কেরল পর্যটন বিভাগের মন্ত্রী পিএ মহম্মদ রিয়াজ। তিনি বলেন, “যে সময় জ্যোতি মালহোত্রা-সহ ৪১ জন ইউটিউবারকে পর্যটন দপ্তরের প্রমোশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তখন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। তাছাড়া কেরলের পর্যটন শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, “রাজ্য সরকার আগে জানলে কখনই একজন গুপ্তচরকে আমন্ত্রণ জানাতো না।”

এই খবর প্রকাশ হতেই কেরলের বাম সরকারকে কটাক্ষ করেছে বিজেপি ও কংগ্রেস। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনওয়ালা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ‘আরটিআই এটাই প্রমান করে বাম সরকার পাক চর জ্যোতি মালহোত্রাকে আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি তাঁদের থাকা, খাওয়া-সহ সমস্ত ব্যবস্থা করেছিল।’ এই ঘটনার পর পর্যটন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপি মুখপাত্র।

কেরল সরকারের আমন্ত্রণে এসে জ্যোতি কোচি, কান্নুর, কোঝিকোড়, তিরুঅনন্তপুরম-সহ বেশ কিছু জায়গায় ভ্রমণ করেছিলেন। পাশাপাশি এই সব এলাকায় বেশ কিছু ভিডিও শ্যুট করেন এবং সেগুলি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোডও করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement