Advertisement
Advertisement
Kashmir issue

কাশ্মীর মধ্যস্থতায় ট্রাম্পকে অভ্যর্থনা পাকিস্তানের, যুদ্ধবিরতির পর ‘কূট চাল’ শাহবাজের

ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে আনুষ্ঠানিকভাবে শিমলা চুক্তির অবমাননা করল পাকিস্তান।

Pakistan welcomes Trump's offer to mediate Kashmir issue
Published by: Amit Kumar Das
  • Posted:May 11, 2025 4:19 pm
  • Updated:May 11, 2025 5:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধবিরতির মাঝেই এবার ‘কূট চাল’ শাহবাজের। দীর্ঘদিন ধরে চলতে থাকা কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করল পাকিস্তান। স্বাভাবিকভাবেই পাক দাবিতে নতুন করে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে রবিবার সোশাল মিডিয়ায় বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে চলা কাশ্মীর সমস্যা মেটাতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি প্রকাশ্যে আসার পর তাঁকে স্বাগত জানায় পাকিস্তান। ট্রাম্পের এই প্রস্তাবে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হল পাক বিদেশমন্ত্রকের তরফে। শুধু তাই নয়, শান্তি ফেরানোর জন্য মার্কিন প্রশাসনের যে কোনও পদক্ষেপের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান জানায়, “জম্মু ও কাশ্মীরের সমস্যার যে কোনও ন্যায্য এবং স্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই কাশ্মীরি জনতার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতে চলা সন্ত্রাস ও ২৬ জনের মৃত্যুর ঘটনায় দুই দেশের সামরিক সংঘাতের পর শনিবার যুদ্ধবিরতির পথে হাতে ভারত-পাকিস্তান। আগামী ১২ মে দুপুর ১২টায় বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমও। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে উঠে আসতে পারে কাশ্মীর সমস্যার বিষয়। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর।

তবে কাশ্মীর ইস্যুতে ভারত যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনওভাবেই মেনে নেবে না তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভারত-পাক শিমলা চুক্তিতে স্পষ্টভাবে বলা রয়েছে এই ইস্যুতে তৃতীয়পক্ষ হস্তক্ষেপ মানবে না কোনও দেশ। যদিও সম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে এই চুক্তি বাতিল বলে ঘোষণা করেছে পাকিস্তান। এরপর কাশ্মীর সমস্যার মধ্যস্থতায় ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে আনুষ্ঠানিকভাবে শিমলা চুক্তি অবমাননা করল পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ