Advertisement
Advertisement
Palghar

পালঘরে ফিরল ভোপালের আতঙ্ক! গ্যাস ছোবলে মৃত ৪

কি ভাবে ঘটল দুর্ঘটনা শুরু হয়েছে তদন্ত।

palghar-tragedy-four-workers-died-in-gas-leak-incident-at-pharma-company-in-boisar

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:August 21, 2025 9:06 pm
  • Updated:August 21, 2025 9:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পালঘরে ফিরল ভোপালের আতঙ্ক!  জেলার তারাপুর-বৈসার শিল্পাঞ্চলে ঘটে গেল বড় দুর্ঘটনা। এলাকার একটি ওষুধের কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

Advertisement

পালঘর জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল নাগাদ বৈসার শিল্পাঞ্চলের একটি ওষুধের কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে। কারখানার একাংশ থেকে নাইট্রোজেন গ্যাস বেরোতে থাকে। যে গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে ৬ কর্মী। সন্ধ্যায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করে। অন্য দুই কর্মী আপাতত আইসিইউতে চিকিৎসাধীন। আপাতত তাঁদের চিকিৎসা চলছে বলেই সূত্রের খবর।

কি ভাবে এই গ্যাস লিক হল তা নিয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। ঘটনার পরপরই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনা আরও একবার শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ছবি তুলে ধরেছে। বিশেষ করে রাসায়নিক ও ঔষধ নির্মাণ সংক্রান্ত জায়গায় যেখানে বিপজ্জনক পদার্থ দ্বারা কাজ করা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ