Advertisement
Advertisement

ফুচকা খেতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক

সিসিটিভির ফুটেজ দেখে শুরু হয়েছে তদন্ত...

Panipuri costs this accountant from Ahmedabad Rs 5 Lakh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2017 9:24 am
  • Updated:March 7, 2017 9:24 am  

সংবাদ  প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুচকা খেতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক। আহমেদাবাদের নবরঙ্গপুরার ঘটনা। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক

নবরঙ্গপুরার পুলিশ জানিয়েছে, স্থানীয় মিঠাখালির মোড়ে একটি দোকানে ফুচকা খেতে ঢুকেছিলেন মুকেশ চৌধুরি নামে বছর চল্লিশের এক যুবক। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মুকেশ সেদিনই তাঁর এক বন্ধুর কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে আসে। আরও ২ লক্ষ টাকা তাঁর কাছে ছিল।সব ক’টি নোটই ছিল ২০০০ টাকার। টাকাটি একটি ব্যাগের মধ্যে ভরে স্কুটারের সামনের বাক্সে (গ্লোভ বক্স) রেখে ফুচকা খেতে দোকানে ঢোকে সে। বেরিয়ে দেখে স্কুটার থেকে টাকার ব্যাগটি উধাও।

অনাথ আশ্রমে লাগাতার গণধর্ষণের শিকার ৭ নাবালিকা

পুলিশের অনুমান, মুকেশের সঙ্গে বিরাট অঙ্কের টাকার খবর দুষ্কৃতীদের কাছে আগে থেকেই ছিল। আর কোনও কারণে স্কুটারটিতে তালা দিতেও ভুলে গিয়েছিলেন মুকেশ। সেই সুযোগই কাজে লাগায় লোপাটকারীরা। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement