সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। চিনিয়ে দেন সীমান্তপারের পাক জঙ্গিঘাঁটিগুলিকে। ‘র’-এরই আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত সেই পরাগ জৈন এবার ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, নতুন ‘র’ প্রধান হচ্ছেন। ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন পরাগ।
জানা গিয়েছে, পরাগের নাম প্রস্তাব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে একাধিক সাফল্যই তাঁকে ‘র’ প্রধানের পদে পৌঁছে দিল বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস আধিকারিক খলিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলা করেছেন, লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদকের চোরাচালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ২০২১ সালে ১ জানুয়ারি পাঞ্জাব পুলিশের ডিজিপি হন। তবে ‘অপারেশন সিঁদুরে’ পিওকে ও পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করতে বড় ভূমিকাই তাঁকে শীর্ষপদে পৌঁছে দিল। সেই সময় ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে ছিলেন পরাগ। এর আগে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে পরাগ জৈনের।
শনিবার, ২৮ জুন ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর নতুন প্রধান পরাগ জৈনের নাম জানানো হয়। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেবেন। এখনও খাতায় কলমে দায়িত্বে রয়েছেন রবি সিনহা। ৩০ জুন তিনি অবসর নেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.