Advertisement
Advertisement

Breaking News

Delhi

পার্কিং নিয়ে ঝামেলার জের, বাড়িতে ঢুকে স্ত্রী-ছেলের সামনে কুপিয়ে খুন যুবককে

চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Parking Dispute Led To Delhi Man's Murder In Front Of Wife and Son | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 17, 2023 5:51 pm
  • Updated:September 17, 2023 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্কিং নিয়ে ঝামেলার জেরে ভয়ংকর হত্যাকাণ্ড দিল্লিতে (Delhi)। স্ত্রী ও ছেলের সামনেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল এক যুবককে। রবিবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে যুবকের উপরে হামলা চালিয়ে পালিয়ে যায় ছয় দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে তদন্ত নামে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্ত চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল?

পুলিশ জানিয়েছে, ঘটনাটি দক্ষিণ পূর্ব দিল্লির সরিত বিহার এলাকার। মৃত যুবকের নাম অরবিন্দ মণ্ডল। বাড়ির কাছে বাইক পার্কিং নিয়ে মনোজ হালদার নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল তাঁর। শনিবার সন্ধ্যায় ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ফের ঝামেলা বাধে। যদিও শেষ পর্যন্ত উভয়ের মধ্যে বনিবনা হওয়ার পরেই ঘরে ফেরেন অরবিন্দ। এর পর রাত সাড়ে ৯টা নাগাদ ছজন অরবিন্দর বাড়িতে ঢুকে হামলা চালায়। তাঁকে ধারাল ছুরি দিয়ে কোপানো হয়। হামলা হয় স্ত্রী রেখা মণ্ডলের উপরেও। 

[আরও পড়ুন: কলকাতার সংস্থার নামে বাজার থেকে লক্ষ-লক্ষ টাকা তুলে নয়ছয়! বিপুল নগদ-সহ গ্রেপ্তার যুবক]

গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয় অরবিন্দকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ৯টা ৪৫ নাগাদ ঘটনার খবর পায় পুলিশ। তদন্ত নেমে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রাজু পাত্র, রবি আলিয়াস গোলু এবং শম্ভুকে। পলাতক বিজয় ও মূল অভিযুক্ত মনোজ।

[আরও পড়ুন: ‘ঘরের ছেলে’ মোদির জন্মদিনে বিনামূল্যে অটো পরিষেবা সুরাতে! অভিনব উদযাপন চালকদের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement