ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ কোনও অধিবেশন হচ্ছে না। আগেই স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্র। এবার প্রবল চাপের মুখে সংসদে ওই ইস্যু নিয়ে আলোচনায় রাজি হল মোদি সরকার। তবে আলোচনায় রাজি হলেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এ হেন গুরুতর বিষয়ে আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ ঘণ্টা। রাজ্যসভায় আলোচনার জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৯ ঘণ্টা।
বিরোধীদের দাবি ছিল, অধিবেশনের একেবারে শুরুতেই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে হবে। প্রয়োজনে জিরো আওয়ার বন্ধ রেখে এ নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু সোমবার সংসদের বিজনেজ অ্যাডভাইজরি কমিটি জানাল অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বনির্ধারিত বিদেশ সফর আছে। তাই এখনই এ নিয়ে আলোচনা সম্ভব নয়। কারণ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এ হেন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে না।
আলোচনার জন্য মোট ১৬ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে লোকসভায়। রাজ্যসভায় সেই বরাদ্দ আরও কম। মাত্র ৯ ঘণ্টা। কেন্দ্রের আনা বিতর্কিত আয়কর বিল নিয়ে আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে ১২ ঘণ্টা।
লাগাতার পাকিস্তানের জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি। সব কিছু নিয়ে সরকারের ‘জবাবদিহি’ চায় বিরোধীরা। সেই লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশন চেয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। কিন্তু সরকার সেই দাবি খারিজ করে দেয়। বাদল অধিবেশন শুরুর আগে অবশ্য কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দেন, সরকার সব ইস্যুতেই জবাব দিতে প্রস্তুত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আলোচনায় বেশি সময় দিতে নারাজ সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.