ফাইল ছবি।
নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলায় অবিলম্বে একশো দিনের কাজ প্রকল্প চালু করাতে কেন্দ্রের উপর চাপ বাড়াল সংসদীয় স্থায়ী কমিটি। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আর দেরি না করে ১ আগস্ট থেকেই যাতে বাংলায় একশো দিনের কাজ আবার চালু করে দেওয়া হয় সেই বার্তাই সোমবার গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে কেন্দ্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র অবশ্য এ ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত দোলাচলে রয়েছে বলেই সূত্রের খবর।
সোমবার বৈঠকের আলোচ্যসূচি অনুসারে একশো দিনের কাজের উপর আলোচনার সময়েই কমিটির বিরোধী সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের কাছে জানতে চান যে বাংলায় কেন প্রকল্পটি আটকে রয়েছে। সূত্রের খবর, তখন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, বাংলায় একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এ প্রসঙ্গে ভুয়ো জব কার্ডের ব্যাপারটিও তোলা হয়। পালটা কংগ্রেস-সহ কমিটিতে থাকা অন্যান্য বিরোধী পাল্টা বলেন, ভুয়ো জব কার্ডের সমস্যা প্রায় প্রতিটি রাজ্যেই রয়েছে, কোথাও কম কোথাও বেশি। তার জন্য কাজ আটকে থাকতে পারে না, ভুয়ো কার্ড বাতিল করার মতো ব্যবস্থা গ্রহণ করা যায়।
বৈঠকের শেষে শৈলেশ কুমার বলেন, “বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে একটি শব্দও আমি বলতে পারব না।” কমিটির চেয়ারম্যান তথা ওড়িশার কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা মেনে নিয়েছেন যে বৈঠকে বাংলা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলার কোনও সাংসদ উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্র সরকার কী পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে এ দিনের বৈঠকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। হাই কোর্টের রায় মেনে নিয়ে ১ আগস্ট থেকে বাংলার একশো দিনের কাজ শুরু করা হবে, না কি রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করা হবে সেই বিষয়েও বৈঠকে খোলসা করে কিছুই বলেননি শৈলেশ কুমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ জুলাই তিনি দেশে ফিরবেন। ততদিন পর্যন্ত বাংলার একশো দিনের কাজ শুরুর বিষয়টি ঝুলে রইল বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.