সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাইনচ্য়ুত ট্রেন। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর।
জানা গিয়েছে, আজ শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করতেই ঘটে বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। তাঁদের দাবি, লাইনচ্যুত হওয়ার সময় নাকি লাইনের একাংশ ভেঙেও যায়। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। তাঁরা জানান, এই ঘটনায় যাত্রীরা কেউ হতাহত হননি। তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর। মেরামতির কাজ শুরু হয়েছে। আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটিকে লাইনে ফেরানোর চেষ্টাও চলছে। তবে কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে বা কোনও ট্রেন এই ঘটনার কারণে বাতিল হয়েছে কি না তা এখনও জানায়নি রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, অতীতে এই চিত্তেরি বড় দুর্ঘটনার সাক্ষী থেকেছে। ২০১১ সালে এই জায়গাতেই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণ হারান ১১ জন যাত্রী। আহতের সংখ্যা ছিল ৭০-এর উপরে। ফলে আজকের ঘটনায় ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.