Advertisement
Advertisement
Air India

মাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী উড়ানে অসুস্থ যাত্রী-বিমানকর্মীরা

বিমানের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন ওই দুই বিমানকর্মী।

Passengers, Crew On Air India's London-Mumbai Flight Fall Sick
Published by: Subhodeep Mullick
  • Posted:June 24, 2025 3:48 am
  • Updated:June 24, 2025 3:48 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায়। এবার মাঝ আকাশেই উড়ানের ভিতর অসুস্থ হয়ে পড়লেন যাত্রী এবং বিমানকর্মীরা। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

জানা গিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানের পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। বিমানের মধ্যেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন ওই দুই বিমানকর্মী। এরপরই উড়ানের ভিতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়নি। সফলভাবেই উড়ানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বিমান সংস্থার মেডিক্যাল টিম। তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থা স্থিতিশীল থাকায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরই বিমানের ভিতর হঠাৎই পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। কী কারণে এরকম হল, তা আমরা খতিয়ে দেখছি। গোটা বিষয়টি সম্পর্কে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাকেও (ডিজিসিএ) অবগত করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ