সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিমান বিভ্রাট! এবার যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না পাটনাগামী ইন্ডিগোর বিমান। তারপরই কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর ৩টে ১৫ নাগাদ কলকাতা থেকে যাত্রা শুরু করে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছয় বিমানটি। সেখান থেকে প্রথমে পাটনা এবং পরে লখনউ যাওয়ার কথা ছিল উড়ানটির। কিন্তু রাঁচি থেকে ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটির যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমানকর্মীরা। জানা যায়, বিমানটির একটি চাকায় কিছু গোলযোগ দেখা দেয়। তারপরই উড়ানটিকে বাতিল করে দেওয়া হয়। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি। যদিও ইন্ডোগোর তরফে এবিষয়ে আনু্ষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, “বড়সড় কোনও যান্ত্রিক ত্রুটি হয়নি। তবে উড়ানটির চাকায় কিছু গোলযোগ দেখা যায়। এমনকী পাইলট জানান, টায়ারে হাওয়ার পরিমাণও কমে গিয়েছে। তাই যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে রাঁচিত থেকে আর উড়তে দেওয়া হয়নি বিমানটিকে। যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বিমান সমস্থাটির তরফে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.