সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন, আপাতত ১৮ বছরের বেশি বয়সিদের আধার কার্ড ইস্যুই করা হবে না। একমাত্র ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকরা। তবে তাঁদের ক্ষেত্রেও তা জারি হবে এক বছরের জন্যই।
সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন হিমন্তকে বলতে শোনা যায়, “আমরা বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠিয়ে চলেছি। চাইছি যেন কেউ আধার কার্ড বানিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে এবং নিজেদের ভারতীয় বলে দাবি না করতে পারে। আমরা সেই রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছি।” সেই সঙ্গেই তাঁর ঘোষণা, ”অসমের মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে আর ১৮ বছরের বেশি বয়সিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু করা হবে না। ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকরা। তবে এক বছরের জন্য।”
তবে হিমন্ত জানাচ্ছেন, এক মাসের জন্য আপাতত ছাড় দেওয়া হবে। অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আঠেরোর বেশি বয়সিরা সুযোগ পাবেন আধারে নিজের নাম নথিবদ্ধ করার। এরই পাশাপাশি বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, ”বিরল থেকে বিরলতম ক্ষেত্রে জেলাশাসকের ক্ষমতা থাকবে এরপরও কারও আধার কার্ড ইস্যু করার। তিনি এসবি রিপোর্ট এবং ফরেনাক্স ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.