সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাবর্তন অনুষ্ঠানে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির হাত থেকে ডিগ্রি নিতে অস্বীকার করলেন এক পিএইচডি ছাত্রী। ক্ষুদ্ধ হয়ে তিনি বলেন, “তামিলদের জন্য কী করেছেন উনি? আগাগোড়া তিনি রাজ্যের স্বার্থের বিরুদ্ধে কাজ করে গিয়েছেন।” বুধবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মনোনমানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয়ে।
জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম জিন জোসেফ। সম্প্রতি মাইক্রো ফাইন্যান্সে তিনি তাঁর পিএইচডি শেষ করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবেই তিনি রাজ্যপালকে এড়িয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ৩২তম সমাবর্তন অনুষ্ঠান চলছে। মঞ্চে অন্যান্যদের সঙ্গে উপস্থিত সে রাজ্যের রাজ্যপালও। কিছুক্ষণ পরই ডিগ্রি নিতে মঞ্চে ওঠেন জিন। কিন্তু রবির হাত থেকে তা গ্রহণ করতে সরাসরি অস্বীকার করেন তিনি। পরে তিনি বলেন, “আরএন রবি রাজ্য এবং রাজ্যের মানুষদের বিরুদ্ধে। তিনি তামিলদের জন্য কিছুই করেননি। আমি তাঁর হাত থেকে ডিগ্রি গ্রহণ করতে চাইনা।”
প্রসঙ্গত, এর আগে তামিলনাড়ুর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক সমাবর্তন অনুষ্ঠানে রবি উপস্থিত থাকায়, তা বয়কট করতে দেখা গিয়েছে সে রাজ্যের মন্ত্রীদের। কিন্তু এবার সরাসরি এক ছাত্রী, তাঁর হাত থেকে ডিগ্রি নিতে অস্বীকার করলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.