Advertisement
Advertisement
Delhi

লাইটারে লুকানো ক্যামেরায় মহিলার আপত্তিকর ভিডিও শুট, গ্রেপ্তার পাইলট

কেন পাইলট এমন একটি ঘটনা ঘটালেন সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ

pilot-arrested-for-recording-videos-of-women-in-delhi

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:September 5, 2025 2:37 pm
  • Updated:September 5, 2025 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার আপত্তিকর ভিডিও শুট করার অভিযোগ উঠল এক বিমানচালকের বিরুদ্ধে। অভিযোগ, মহিলার অনুমতি না নিয়ে স্পাই ক্যামেরায় ভিডিও করছিলেন ওই পাইলট। বিষয়টি বোঝার পরই আপত্তি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ইতিমধ্যেই ওই অভিযুক্ত পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত মোহিত প্রিয়দর্শী একটি বেসরকারি সংস্থার বিমানচালক। বছর একত্রিশের ওই যুবক আগ্রার সিভিল লাইন্সের বাসিন্দা। 

Advertisement

এই ঘটনা অবশ্য বিমানে ঘটেনি। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছেই কিষাণগড় নামের এক গ্রামে। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, গত ৩০ আগস্ট রাত ১০ টার পর কিষাণগড় গ্রামের একটি বাজারে গিয়েছিলেন। সেখানেই তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি গোপনে তাঁর ভিডিও শুট করছেন। তিনি আরও বুঝতে পারেন, ক্যামেরাটি ওই ব্যাক্তির লাইটারের মধ্যে লুকানো রয়েছে। এরপরই কিষাণগড় থানায় গোটা বিষয়টি জানিয়ে ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। 

তদন্তে নেমে ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরই অভিযুক্ত ওই পাইলটের ছবি প্রকাশ্যে আনা হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে ও গোয়েন্দাদের তৎপরতায় পুলিশ বিমানচালক মোহিত প্রিয়দর্শীকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। যদিও কেন মোহিত এইরকম একটি ঘটনা ঘটালেন তা নিয়ে মুখ খুলছেন না কেউই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement