সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশবাসীকে স্বস্তির সংবাদ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবারই তিনি জানান, আগামী ১ জুন থেকেই ২০০টি শীতাতপহীন বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেন পরিষেবা চালু করেছে রেলমন্ত্রক। ট্রেনে চেপেই ভিনরাজ্য থেকে নিজেদের জায়গায় ফিরতে পারছেন শ্রমিকরা। প্রক্রিয়া এখন চলছে। তারপরই সাধারণ যাত্রীদের জন্য ১২ মে থেকে রেল পরিষেবা শুরু হয়। ঘোষিত হয়, মোট ৩০টি সফর করবে ১৫ জোড়া ট্রেন। রাজধানী দিল্লি থেকে দেশের বিভিন্ন শহরে যাত্রীদের পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার রেলমন্ত্রী জানিয়ে দিলেন, ১ জুন থেকে প্রতিদিন চলবে ২০০টি নন-এসি স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেন। শীঘ্রই ঘোষিত হবে ট্রেনের টাইম টেবল। তবে স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে না। শুধুমাত্র অনলাইনেই কাটতে হবে টিকিট।
Indian Railways to run 200 non-AC trains from 1st June everyday as per the time table; online booking for these to begin soon: Railways Minister Piyush Goyal
— ANI (@ANI)
৩১ মে শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ দফা। তার পরের দিন থেকেই নতুন করে প্যাসেঞ্জার ট্রেন চালানোর ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর মাধ্যমে লকডাউন উঠে যাওয়া অথবা আরও শিথিল হওয়ার সিদ্ধান্তও অন্তর্নিহিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভিনরাজ্যে আটকে থাকা মানুষদের জন্য রেলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির। যদিও কোন কোন স্টেশন থেকে ট্রেন ছেড়ে কোথায় যাবে, তা জানার জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে যাত্রীদের। সেই সঙ্গে ট্রেনে ওঠার নিয়মাবলিও শীঘ্রই জানাবে রেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.