Advertisement
Advertisement
Piyush Goyal

‘বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে’, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে বড় মন্তব্য পীযূষের

আর কী বললেন তিনি?

Piyush Goyal's big comment on India-US trade deal

ফাইল ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 26, 2025 6:02 pm
  • Updated:September 26, 2025 6:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘাত পেরিয়ে অবশেষে কি হতে চলেছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি? সেই প্রশ্নের উত্তর এখনই না মিললেও, বাণিজ্যচুক্তি নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সম্প্রতি বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। ফিরেছেন গত বুধবার। এই পরিস্থিতিতে শুক্রবার পীযূষ বলেন, “ওয়াশিংটনে যে বৈঠক হয়েছে, তাতে ইতিবাচক সাড়া মিলেছে।”

Advertisement

বাণিজ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক বৈঠক হয়েছে। উভয় ভয় পক্ষ চুক্তির সম্ভাব্য রূপরেখা নিয়ে মতামত বিনিময় করেছে। এই বাণিজ্যচুক্তিতে যাতে উভয় পক্ষেরই লাভ হয়, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।’ গত ২২ সেপ্টেম্বর বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য এবং দু’দেশের সম্পর্ক  দু’দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন পীযূষ। সূত্রের খবর, সেখানে তিনি একাধিক মার্কিন কর্তার সঙ্গে বৈঠক করেছেন। 

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই বিশ্বজুড়ে পারস্পরিক শুল্কনীতি লাগু করেন। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন না হওয়ায় প্রথমে ২৫ শতাংশ ও পরে রুশ তেল কেনার অভিযোগে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয় দিল্লির উপর। মোট ৫০ শতাংশের শুল্ক খাঁড়া লাগু হলেও আমেরিকার কাছে মাথানত করেনি ভারত। বরং রাশিয়ার পাশাপাশি চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় নয়াদিল্লি। আমেরিকার এশিয়া নীতি যে ভুল পথে হাঁটতে শুরু করেছে, তা টের পেয়ে সম্পর্কের বরফ গলাতে মাঠে নামেন ট্রাম্প। মোদিকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠান। বাণিজ্য আলোচনার লক্ষ্যে গত ১৬ সেপ্টেম্বর ভারতে আসে মার্কিন প্রতিনিধি দল।

প্রায় ৭ ঘণ্টা সেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সরকারের তরফে জানানো হয়, বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা সদর্থক পথে হেঁটেছে। প্রসঙ্গত, ভারত ও মার্কিন বাণিজ্যচুক্তির পথে মূল বাধা হয়ে উঠেছিল কৃষিপণ্য। আমেরিকার দাবি ছিল, ভারতের কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের বাজার তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই শর্তে রাজি হয়নি ভারত। তার ফলেই আটকে যায় ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। উল্লেখ্য, ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও এই তিনটি ক্ষেত্রের বাজার খোলেনি ভারত। তার কারণ, এই তিন ক্ষেত্রে ভারতের বাজার খুলে দিলে প্রবল সমস্যায় পড়বেন কৃষকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ