Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হোক’, এবার ‘ভোটচুরি’ ইস্যুতে মামলা সুপ্রিম কোর্টে

'ভোটচুরি' ইস্যু এবার সুপ্রিম কোর্টে।

Plea filed in Supreme Court for SIT led by former judge to probe electoral roll manipulation
Published by: Subhajit Mandal
  • Posted:August 21, 2025 10:12 am
  • Updated:August 21, 2025 10:12 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভোটচুরি’ ইস্যু এবার সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোটচুরির অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এনেছেন, সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। মামলাকারীদের দাবি, প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক।

Advertisement

রোহিত পাণ্ডে নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁর বক্তব্য, গত ৭ আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। ওই অভিযোগ সত্যি হলে সেটা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। রাহুল দেখিয়েছেন কীভাবে বিজেপি-নির্বাচন কমিশন যৌথভাবে কর্নাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছে। ওই মামলাকারীর দাবি, যতদিন না এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত SIR নিয়েও যদি কোনও অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশন না নিতে পারে সে নিয়েও নির্দেশ দিক আদালত।

গত ৭ আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, মোট ছ’রকম ভাবে ভোটচুরি হচ্ছে। এমনকী ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোটচুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল। এমনকী ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রাও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা। গত রবিবার মূলত রাহুলের সেই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্যই সাংবাদিক বৈঠক করে কমিশন। ‘ভোটচুরি’র মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধোনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

মজার কথা হল, ভোটার তালিকায় কিছু ত্রুটি যে রয়েছে, সেটা এদিন মেনে নিয়েছে নির্বাচন কমিশনও। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, সেসব ত্রুটি মিটিয়ে নিতেই বিহারে SIR করা হচ্ছে। আর তাতে সব পক্ষ অংশগ্রহণ করে প্রক্রিয়াকে নিখুঁতভাবে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু রাহুল যে অভিযোগগুলি করেছেন সেগুলির জন্য কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। পয়েন্ট ধরে রাহুলের অভিযোগের জবাবও দেয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ