Advertisement
Advertisement

Breaking News

Modi govt

গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলে পদ খোয়াতে হবে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদেরও! বিল আনছে কেন্দ্র

বুধবারই যুগান্তকারী বিল লোকসভায়।

PM, Ministers, UT CMs To lose Post if arrested on serious Charges, Modi govt to Introduce bill
Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2025 12:05 am
  • Updated:August 20, 2025 2:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউকে রেয়াত নয়। গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হলে পদ খোয়াতে হবে খোদ প্রধানমন্ত্রীকেও। একই দশা হবে অন্য কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদেরও। নয়া বিল আনছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। এই বিলগুলি বুধবারই লোকসভায় পেশ হবে এবং সেগুলিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেবে সরকার।

সূত্রের খবর, ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। ওই বিল পেশ করে কেন্দ্র বার্তা দিতে চাইছে দুর্নীতির বিরুদ্ধে কোনও আপসে রাজি নয় মোদি সরকার। তবে ওই বিলগুলি পেশ করলেও সেগুলি নিয়ে এখনই ভোটাভুটিতে যাবে না কেন্দ্র। কারণ সংবিধান সংশোধনীর জন্য যে পরিমাণ সাংসদের সমর্থন প্রয়োজন সেটা সরকারের হাতে নেই। সেজন্য বিরোধীদের শরণাপন্ন হতে হবে। সেকারণেই বিলগুলি পাঠানো হবে যৌথ কমিটিতে।

আসলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার পরও পদত্যাগ করেননি। দীর্ঘদিন জেল থেকে সরকার চালান তিনি। তাতে প্রশাসনের বিভিন্ন স্তরে সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া এই ধরনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলেও ভুল বার্তা যায়। সবদিক ভেবে সে সময়ই এই ধরনের বিল আনার কথা ভাবে কেন্দ্র। বুধবারই সেই বিল পেশ হওয়ার কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ