সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই কর্মসূচি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাবে। উপকৃত হবে এক কোটি পরিবার।
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
Advertisementआज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि…
— Narendra Modi (@narendramodi)
সোমবার সকালে রামমন্দির উদ্বোধন করেন মোদি। নিজের ভাষণে রামরাজ্য প্রসঙ্গে দেশ নির্মাণের কথাও বলেন। প্রযুক্তি ও আধ্যাত্মিকতার মেল বন্ধনের কথা উঠে আসে তাঁর বক্তব্যে। সেই মতোই মন্দির উদ্বোধনের পরেই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘বিশ্বের সকল ভক্ত সর্বদাই সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিবসে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব (সৌরবিদ্যুতের প্যানেল) থাকা উচিত।’’
সোশাল মিডিয়ায় মোদি নিজেই জানান, সৌরশক্তির নয়া প্রকল্পে ১ কোটি বাড়িতে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। সেই কাজ হবে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ প্রকল্পের মাধ্যমে। এই সংক্রান্ত বেশ কিছু ছবিও সোমবার পোস্ট করেন প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.