Advertisement
Advertisement
PM Narendra Modi

সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত, সেনাবাহিনী দিবসে মুম্বইয়ে ৩ রণতরীর উদ্বোধন মোদির

আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং 'হান্টার কিলার' সাবমেরিনকে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন মোদি।

PM Modi as Navy gets 'hunter-killer' submarine, warships
Published by: Kishore Ghosh
  • Posted:January 15, 2025 12:22 pm
  • Updated:January 15, 2025 1:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত। বুধবার সেনাবাহিনী দিবসে মুম্বইয়ে নৌসেনার তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে রয়েছে একটি সাবমেরিন। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির ওরফে ‘হান্টার কিলার’ সাবমেরিনকে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন মোদি।

Advertisement

আইএনএস সুরাট উন্নতমানের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের বৃহত্তম মিশাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। অটোমেশন এবং অর্ডন্যান্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই মডেল, যার সিংহভাগই নির্মাণ হয়েছে ভারতে। আইএনএস নীলগিরি ১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। শিবালিক-ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি অত্যাধুনিক । রণতরীগুলির ডিজাইন তৈরি হয় দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো থেকে।

অন্যদিকে সাবমেরিন আইএনএস ভাগশির Kalvari-class Project 75-এর অন্তর্ভুক্ত। ফ্রান্সের নৌবাহিনীর সহযোগিতায় তৈরি হয়েছে এই রণতরী। এই সাবমেরিন চুপিসারে চলা ফেরা করে। নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে শত্রুদের। এই সাবমেরিন অ্যান্টি-সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে কাজ করতে পারবে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ সহ আরও কিছু বিশেষ কাজ করতে সক্ষম হবে।

এদিন রণতরী উদ্বোধনের পর মোদি বলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিলেন। আজ তার পবিত্র ভূমিতে আমরা একবিংশ শতাব্দীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছি। এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে।” প্রধানমন্ত্রী যোগ করেন, “ভারত বৃহত্তম নৌশক্তি হিসেবে উঠে আসছে।” পাশাপাশি “গতি আসছে জাহাজ নির্মাণ শিল্পে”, যা “আত্মনির্ভর ভারতের” পথে এককদম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ