Advertisement
Advertisement
PM Modi

প্রধান বিচারপতিকে ফোন প্রধানমন্ত্রীর, এজলাসে জুতো ছোড়ার নিন্দায় সরব মোদি-সোনিয়া

'এই ঘটনা সংবিধানের উপর আক্রমণ', মন্তব্য সোনিয়ার।

PM Modi Condemns Attack on Chief Justice B R Gavai
Published by: Amit Kumar Das
  • Posted:October 6, 2025 9:36 pm
  • Updated:October 6, 2025 9:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনা শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রধান বিচারপতিকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করতে দেখা গেল তাঁকে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

Advertisement

বিচারপতি গাভাইয়ের সঙ্গে ফোনালাপের কথা এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘আমি ভারতে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সঙ্গে কথা বলেছি। আজ সকালে সুপ্রিম কোর্টে তাঁর উপর হামলা দেশের প্রতিটি নাগরিককে গভীরভাবে আঘাত করেছে। আমাদের সমাজে এই ধরণের ঘৃণ্য কাজের কোনও স্থান নেই। এটি অত্যন্ত নিন্দনীয়। এই পরিস্থিতিতে বিচারপতি গাভাই যে ধৈর্য দেখিয়েছেন আমি তাঁর প্রশংসা করি। তাঁর আচরণ ন্যায়বিচারের প্রতি তাঁর অটল বিশ্বাস এবং সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তাঁর দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’

প্রধানমন্ত্রীর আগে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই ঘটনাকে সংবিধানের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি। সোনিয়া বলেন, সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির উপর হামলার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। এটি কেবল তাঁর উপরই নয়, আমাদের সংবিধানের উপরও আক্রমণ। বিচারপতি গাভাইকে মহান ব্যক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তিনি অত্যন্ত সরল এবং মানবিক ব্যক্তি, তবে তাঁর উপর হামলার প্রতিবাদে রাষ্ট্রের উচিত পূর্ণ শক্তি এবং সংহতি নিয়ে তাঁর পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনুমান করা হচ্ছে, যার জেরেই বিচারপতিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যদিও ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান তিনি। এমনকী বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না। এসব আমার উপর প্রভাব ফেলবে না। শুনানি চালিয়ে যান।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ