সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি-র আইপিএল ট্রফি জয়ের বিজয়োল্লাসে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরের এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুর দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বেঙ্গালুরুর দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই শোকের আবহে স্বজনহারাদের পাশে আছি আমি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ উল্লেখ্য, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কর্ণাটকের রাজ্য সরকারকে দোষী করছেন অনেকে। তারাও অবশ্য বলছে, ৫ হাজার পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সরকার।
The mishap in Bengaluru is absolutely heartrending. In this tragic hour, my thoughts are with all those who have lost their loved ones. I pray that those who are injured have a speedy recovery: PM
— PMO India (@PMOIndia)
আরসিবি আইপিএল জেতার পর থেকেই বেঙ্গালুরুজুড়ে বিজয়োল্লাস চলছে। বুধবার শহরে একটি রোড-শো হওয়ার কথা ছিল। কিন্তু সেটা প্রশাসন বাতিল করে যানজটের কথা ভেবে। বদলে চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনের আয়োজন করে কর্নাটক ক্রিকেট সংস্থা। সেটাতেই বিপত্তি। এই সেলিব্রেশনের জন্য লক্ষ লক্ষ সমর্থক জড়ো হন স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়ামে ঢোকার জন্য আলাদা পাস দেওয়া হয়েছিল। কিন্তু স্টেডিয়ামের আসন সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ সেখানে জড়ো হন। রাস্তায় বিরাট যানজট হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিশৃঙ্খলা আরও বাড়ে। প্রাণে বাঁচতে সমর্থকরা একে-অপরকে টপকে পালাতে যান। তাতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.