ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে একটি স্কুলের উপর সোমবার ভেঙে পড়ে সেদেশের বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১৭১ জন। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে মোদি (PM Modi) লেখেন, “ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় (Bangladesh Plane Crash) প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মৃত ও আহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী রয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে রয়েছে বলে তিনি জানান।
Deeply shocked and saddened at the loss of lives, many of them young students, in a tragic air crash in Dhaka. Our hearts go out to the bereaved families. We pray for the swift recovery of those injured. India stands in solidarity with Bangladesh and is ready to extend all…
— Narendra Modi (@narendramodi)
সোমবার দুপুর দেড়টা নাগাদ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃত প্রশিক্ষণ বিমানটির পাইলটও। আহত ১৭১ জনের চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে। মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি উসকে দিয়েছে।
বাংলাদেশ সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশি সময়) ওড়ার বারো মিনিট পরে ভেঙে পড়ে। স্কুলে ভবনে বিমানটি আছড়ে পড়তেই বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় ভবনটিতেও। অনেক দূর থেকেও সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন।
ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকবার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সমাজমাধ্যমের বার্তায় তিনি লিখেছেন, “রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন ইউনুস। পাশাপাশি মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.