Advertisement
Advertisement
National Space Day

‘আজ আমরা চাঁদ-মঙ্গলে…’ জাতীয় মহাকাশ দিবসে উচ্ছ্বসিত মোদি

'শুভাংশু শুক্লা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছেন', বলছেন প্রধানমন্ত্রী।

PM Modi greets the nation on National Space Day
Published by: Biswadip Dey
  • Posted:August 23, 2025 3:52 pm
  • Updated:August 23, 2025 3:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শুভাংশু শুক্লার। জাতীয় মহাকাশ দিবসে ভারতীয় নভশ্চরের সঙ্গে কথোপকথনের সেই মুহূর্ত স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছেন শুভাংশু। পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করে মোদি বলেন, সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের মতো প্রযুক্তিতে দ্রুত উন্নতি করেছে ভারত। ফলে মহাকাশে ক্রমেই পোক্ত হচ্ছে এদেশের ভিত্তি।

Advertisement

এদিন শুভাংশু প্রসঙ্গে মোদি বলেন, ”প্রত্যেক ভারতবাসী গর্বিত হয়েছিলেন যখন উনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তেরঙ্গা উত্তোলন করেছিলেন। যখন উনি আমাকে জাতীয় পতাকা দেখান, সেই মুহূর্তটা আমি বর্ণনা করতে পারব না। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর সঙ্গে আমার আলোচনার সময় আমি দেশের তরুণ যুবার গভীর সাহস ও অনন্ত স্বপ্নের সাক্ষী হই। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আমরা নভশ্চরদের একটি পুল তৈরি করতে চাই। আজ জাতীয় মহাকাশ দিবসে আমি আমার তরুণ বন্ধুদের আহ্বান জানাই দেশের স্বপ্নকে ডানা দিতে এই পুলে যোগ দেওয়ার জন্য। আমরা চাঁদ, মঙ্গলে পৌঁছে গিয়েছি। এবং এবার আমরা ডিপ স্পেসে যেতে চাই।” সেই সঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের মতো প্রযুক্তিতে দ্রুত উন্নতির মাধ্যমে মহাকাশেও ‘আত্মনির্ভর’ হয়ে উঠেছে ভারত।

গত সপ্তাহেই রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। এরপরই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেন তাঁর ও শুভাংশুর ছবি। লেখেন, ‘শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে। আমরা মহাকাশে তাঁর অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারত ওঁর কৃতিত্বের জন্য গর্বিত।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ