সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসি নিয়ে বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদি ও অমিত শাহকে অনুপ্রবেশকারী বললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। রবিবার নয়াদিল্লিতে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই বিস্ফোরক মন্তব্যই করলেন সংসদের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই গুজরাট থেকে দিল্লিতে এসে বসবাস করছেন। ওঁনারাও অনুপ্রবেশকারী।’
আজ সাক্ষাৎকার দেওয়ার সময় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বড় ঐতিহ্য বলে উল্লেখ করে অধীরবাবু। বিজেপি সেই ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেন, ‘ভারত সবার, না কোনও ব্যক্তির নিজস্ব সম্পত্তি? এখানে বসবাসকারী সকলেরই সমান অধিকার আছে। মিস্টার মোদি ও মিস্টার শাহ আপনারা দুজনেই অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাটে, কিন্তু আপনারা দিল্লি এসেছেন। তাহলে আপনাদের কেন অনুপ্রবেশকারী বলা যাবে না।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিজেপি নেতারা যেভাবে দেশে এনআরসি চালু কথা বলছেন, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত বলেও উল্লেখ করেন বহরমপুরের সাংসদ। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জি চালু করার বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর ফলে ভারতের আসল নাগরিকরাও আতঙ্কে ভুগছেন। যাঁদের কাছে কালকের খাবার জোগাড়ের চিন্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁদের কাছে নাগরিকত্বের কাগজ খোঁজার সময় কোথায়। আর এই সুযোগটা কাজে লাগিয়েই মুসলিমদের দেশ থেকে তাড়াতে চাইছে কেউ কেউ। কিন্তু, তা কোনওদিন সম্ভব হবে না।’
Congress leader Adhir Ranjan Chowdhury:.. Hindustan sab ke liye hai, ye Hindustan kisi ki jageer hai kya? Sabka samaan adhikaar hai. Amit Shah ji, Narendra Modi ji aap khud ghuspetiye hain. Ghar aapka Gujarat agaye Dilli, aap khud migrant hain.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.