সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বিকেল পেরতে না পেরতেই সংসদের সিঁদুর আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে পাকিস্তান, জঙ্গি, বিরোধীদের কাঠগড়ায় তোলার পাশাপাশি তিনি সংঘর্ষবিরতির নেপথ্যে ট্রাম্পের কৃতিত্ব নেওয়ার দাবিকেও নস্যাৎ করেছেন। জানিয়ে দিয়েছেন, সেই রাতে ঠিক কী ঘটেছিল।
এদিন মোদিকে বলতে শোনা যায়, ”৯ মে রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। উনি এক ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু আমি সেনার সঙ্গে বৈঠকে ছিলাম। তাই কলটা নিতে পারিনি। পরে আমি ফোন করেছিলাম। ফোনে আমাকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে বলে পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, যদি পাকিস্তানের এমনই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এর মূল্য চোকাতে হবে। যদি পাকিস্তান হামলা করে আমরাও বড় প্রত্যুত্তর দেব। এটাই ছিল আমার জবাব।”
| PM Modi says, “On the night of 9th May, the Vice President of America tried to talk to me. He tried for an hour, but I was in a meeting with my army, so I could not pick up his call. Later, I called him back. The Vice President of America told me on the phone that…
— ANI (@ANI)
মঙ্গলবার বিকেলে লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদেরও আক্রমণ করেন মোদি। সরাসরি বলেন, ”সদনে ভারতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরতে এসেছি।” সেই সঙ্গেই তাঁর দাবি, পহেলগাঁও হামলার পরই তিনি সেনাকে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে কীভাবে জবাব দিতে হবে সে ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিক। কখন, কোথায়, কীভাবে জবাব দেওয়া হবে তা সেনাই ঠিক করুক। ৬ ও ৭ তারিখ ভারত জবাব দিয়েছিল। পাকিস্তান কিছুই করতে পারেনি। এভাবেই এদিন আক্রমণাত্মক রূপে তিনি সরব হলেন লোকসভায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.