Advertisement
Advertisement
PM Modi

কূটনীতিতে পাকবধ! মঙ্গলে বিদেশ ফেরত প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ মোদির, থাকছেন অভিষেকও

প্রতিনিধি দলের সদস্যদের অভিজ্ঞতা শুনবেন মোদি।

PM Modi meet with MPs delegation team on tomorrow
Published by: Amit Kumar Das
  • Posted:June 9, 2025 8:43 pm
  • Updated:June 9, 2025 9:07 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামী ১০ জুন অর্থাৎ মঙ্গলবার বিদেশ সফর সেরে ভারতে ফেরা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশের মাটিতে কূটনৈতিক উপায়ে পাকিস্তানকে বধ করার পর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তাঁদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি নৈশভোজ করবেন মোদি। এই দলেই থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। জানা যাচ্ছে, আগামীকাল সাত নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাংলোতে সন্ধ্যা সাতটার প্রতিনিধি দলের সদ্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ২৬ মৃত্যুর বদলা নিতে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া পাক জঙ্গিঘাঁটি। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সংঘাত ও সংঘর্ষবিরতির পর বিশ্বের সামনে সন্ত্রাসী পাকিস্তানের আসল চেহারা তুলে ধরতে তৎপর হয় ভারত। কূটনৈতিক পথে বিশ্বের সামনে পাকিস্তানকে সন্ত্রাসে মদতকারী হিসেবে তুলে ধরতে বিশ্বের ৩২ টি দেশে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠায় কেন্দ্র। ৭টি প্রতিনিধি দলের একটিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালেশিয়া ও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। এবং প্রতিটি দেশেই নিজের ভাষণে নজর কেড়েছেন। পাশাপাশি বিদেশের মাটিতে ভারতীয় মনিষীদের শ্রদ্ধা জ্ঞাপন করে তৃণমূল সাংসদ এমন নজির তৈরী করেছিলেন যে পরবর্তীকালে বিদেশ সফররত অন্যান্য প্রতিনিধিদলের সদস্যরা সেই একই ধারা বহন করে ভারতীয় মনিষীদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সূত্রের খবর, অভিষেকের জাপান সফরের সময়ে টোকিওতে বাংলার মহান বিপ্লবী রাসবিহারী বসু-র সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং সমাধির জরাজীর্ণ অবস্থা নিয়ে সরব হওয়ার পরেই কেন্দ্র সরকারের তরফ থেকে অন্যান্য প্রতিনিধিদলের সদস্যদেরও বিদেশের মাটিতে ভারতীয় মনিষীদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement