Advertisement
Advertisement

Breaking News

Congress

‘সংসদে সিঁদুর আলোচনায় থাকতে হবে মোদিকে’, ‘অস্ত্র’ সাজিয়ে জোরালো দাবি কংগ্রেসের

সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের দাবি নিয়েও মোদিকে নিশানার ছক কংগ্রেসের।

PM Modi must be present when Op Sindoor discussed in Parliament, says Congress

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 21, 2025 12:13 pm
  • Updated:July 21, 2025 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘাতের সময় সর্বদলীয় বৈঠক এড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। এবার সংসদ অধিবেশনে পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলাকালীন অধিবেশন কক্ষে মোদির উপস্থিতি চাইল কংগ্রেস। হাত শিবিরের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেন, ‘সংসদে পহেলগাঁও, অপারেশন সিঁদুর ও ট্রাম্পের দাবি নিয়ে আলোচনা হবে। নরেন্দ্র মোদি যেহেতু দায়িত্ববান প্রধানমন্ত্রী। ফলে তাঁর উচিৎ এই আলোচনার সময়ে সংসদে উপস্থিত থাকা।’

Advertisement

আগামী বুধবার থেকে চারদিনের সফরে ব্রিটেন ও মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য ও কূটনৈতিক দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সোমবার থেকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে জয়রাম রমেশ বলেন, ‘শীঘ্রই প্রধানমন্ত্রী সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যমের সামনে জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন। চেনা ছকে তাঁর সেই বড় বড় দাবি ভণ্ডামিতে পূর্ণ।’ এরপরই বলেন, ‘সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতির হার অত্যন্ত কম। তিনি বছরে একবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন। তবে এবার তাঁর উচিৎ দেশের প্রতি নিজের দায়বদ্ধতা দেখানো। তাঁর উচিৎ পহেলগাঁও, অপারেশন সিন্দুর, ট্রাম্প ইস্যু নিয়ে আলোচনার সময় সংসদে উপস্থিত থাকা।’

উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয় যুদ্ধে ধ্বংস হয়েছে ভারতের রাফালে-সহ ৪-৫টি যুদ্ধবিমান। ভারত সরকার শুরু থেকে এই ইস্যুতে একটি শব্দও খরচ করেনি। প্রবল বিতর্কের মাঝে অবশ্য জানানো হয়, একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হলেও তা যান্ত্রিক ত্রুটির জেরে পাক হামলায় নয়। সম্প্রতি এই ইস্যুতে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। এরপর নতুন করে বিতর্ক দানা বাঁধে। বাদল অধিবেশনে এই ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বিরোধী শিবির।

পাশাপাশি ভারত-পাক সংঘর্ষ পরমাণু যুদ্ধের দিকে মোড় নেওয়ার আগে সংঘর্ষবিরতি করানোর কৃতিত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত-পাক চুক্তি অনুযায়ী সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ট্রাম্পের দাবি সঠিক হলে, সেই শিমলা চুক্তি লঙ্ঘন। ভারত বারবার ট্রাম্পের দাবি খারিজ করেছে। তবে ট্রাম্প নিজের দাবি থেকে একচুলও নড়েননি। এবারের সংসদ অধিবেশনে এই সব অস্ত্র সাজিয়ে মোদি সরকারকে আক্রমণের পরিকল্পনা করেছে বিরোধী শিবির। তবে অপারেশন সিঁদুর চলাকালীন সর্বদল বৈঠক যেভাবে এড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই একই ছকে তিনি যাতে সংসদ অধিবেশন এড়িয়ে না যান সেই লক্ষ্যেই এবার সুর তুলল কংগ্রেস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement