সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এক দেশ এক আইনি পরিকাঠামো’র পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সিমলায় ৮২তম ‘অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স’-এর উদ্বোধনের সময় এবিষয়ে বক্তব্য রাখলেন তিনি। জানালেন, এই পোর্টাল যে কেবল দেশের সংসদীয় ব্যবস্থাকে আরও মজবুত করবে তাই নয়, সেই সঙ্গে দেশের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সংযোগসাধনও করবে। সেই সঙ্গে দেশের টিকাকরণের সাফল্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এদিন ভারচুয়ালি সম্মেলনের সূচনা করার সময় প্রধানমন্ত্রী বলেন, ”দেশের জন্য গণতন্ত্র কেবল একটা ব্যবস্থা মাত্র নয়। গণতন্ত্র ভারতের স্বাভাবিক প্রবণতা। আগামী বছরগুলিতে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। অভূতপূর্ব লক্ষ্যে পৌঁছব। আর সেটা সম্ভব হবে তখনই, যখন সকলের প্রয়াস তাতে যুক্ত হবে। আর দেশের গণতান্ত্রিক পরিকাঠানোয় সকলের একযোগে কাজ করার প্রসঙ্গে সমস্ত রাজ্যের ভূমিকার কথা বলতেই হয়, যা এই ব্যবস্থার প্রধান ভিত্তি।”
One of my ideas is of ‘One Nation One Legislative’ platform – a portal that’ll not only give technological boost to our Parliamentary system but also work to connect democratic units of the nation: PM at inaugural session of 82nd All India Presiding Officers’ Conference in Shimla
— ANI (@ANI)
এদিকে টিকাকরণ প্রসঙ্গে মোদি বলেন, ”দেশের সমস্ত রাজ্য যেভাবে একযোগে এই বড় যুদ্ধে সামিল হয়েছে তা ঐতিহাসিক। আজ ভারত ১১০ কোটির টিকাকরণের মাইলফলক পেরিয়ে গেল। যা এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল আজ তা সম্ভবপর হয়েছে।”
In the yrs to come, we’ve to take the nation to new heights. We’ve to achieve extraordinary goals. This resolve can be completed only with efforts of everyone. When we talk of everyone’s efforts in democracy,in India’s federal system,role of all states is its major foundation: PM
— ANI (@ANI)
The nation fought this big battle in unity by bringing all the states together, this is historic in itself. Today India has crossed the milestone of 110 crore vaccine doses. Something that seemed impossible once, is now becoming possible: PM Narendra Modi
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.