Advertisement
Advertisement
PM Modi

‘এবার সব ক্যামেরার সামনে, ঘরে কেউ প্রমাণ চাইতে পারবে না’, অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার মোদির

অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিরোধীদের খোঁচা মোদির।

PM Modi rally at Gandhinagar after Operation Sindoor
Published by: Anwesha Adhikary
  • Posted:May 27, 2025 12:16 pm
  • Updated:May 27, 2025 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এবার সব ক্যামেরার সামনে করেছি যেন কেউ প্রমাণ চাইতে না পারে’-অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তৃতা দিতে গিয়ে স্পষ্ট এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে জনসভায় বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেখানেই অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিরোধীদের খোঁচা দিতেও ভুললেন না।

অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাটে গিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের রাজ্যের একাধিক এলাকায় কর্মসূচি রয়েছে তাঁর। সোমবারের পর মঙ্গলবারও জনসভা করেন তিনি। গান্ধীনগরের সেই জনসভা থেকে মোদি বলেন, “ভারত হল সাহসীদের জন্মভূমি। এতদিন ধরে যেটাকে ছায়াযুদ্ধ বলে ধরা হত, ৬ মে’র পর থেকে সেটা আর বলা যাবে না। কারণ পাকিস্তানে যেসব জঙ্গি নিকেশ হয়েছিল তাদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। কফিনের উপর পাক পতাকা রেখে স্যালুট করেছিল সেনা। তাই ছায়াযুদ্ধ নয়, এটা পুরোপুরি পরিকল্পিত হামলা।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ৯টি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এবার পুরোটাই ঘটেছে ক্যামেরার সামনে, যেন ঘরে ফিরে আসার পর আর কেউ প্রমাণ চাইতে না পারে।” মোদির এই মন্তব্য আসলে বিরোধীদের খোঁচা, এমনটাই মনে করছে বিশ্লেষক মহল। ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন আসছিল। অনেকেই প্রশ্ন তুলছিলেন, আদৌ এই ধরনের কোনও স্ট্রাইক হয়েছে কিনা?

কেউ প্রশ্ন তুলছিলেন, যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে বায়ুসেনা নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কিনা? এয়ার স্ট্রাইকে পাকিস্তানের আদৌ কোনও ক্ষয়ক্ষতি কিনা বা কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল ভারতীয় বায়ুসেনাকে। একাধিকবার প্রশ্ন উঠেছে, বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ কোথায়? অপারেশন সিঁদুরের পর এমন প্রশ্ন তোলার সুযোগ পাবে না ‘ঘর’ অর্থাৎ দেশের অন্দরের কোনও শক্তি, এমনটাই বুক বাজিয়ে ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement