Advertisement
Advertisement
Emir of Qatar

একদশক পরে ভারতে কাতারের আমির, বিরল অভ্যর্থনা মোদির

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন আমির।

PM Modi receives 'brother' Emir of Qatar at airport
Published by: Biswadip Dey
  • Posted:February 17, 2025 9:23 pm
  • Updated:February 17, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে পৌঁছলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আতিথেয়তার এক বিরল নিদর্শন দেখিয়ে তাঁকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে এদেশে এসেছেন তিনি। এটা তাঁর দ্বিতীয় ভারত সফর। এর আগে এদেশে এসেছিলেন ২০১৫ সালের মার্চে। সেই হিসেবে প্রায় এক দশক পরে নয়াদিল্লিতে পা রাখলেন তিনি।

Advertisement

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ তামিম বিন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদির সঙ্গেও। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই সাড়া দিয়ে তিনি এদেশে এসেছেন। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বরাবরই কাতার ও ভারতের মধ্যে গাঢ় বন্ধুত্ব রয়েছে। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কের আরও উন্নতি হয়েছে। ভারত চায় পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে। উদ্দেশ্য, জ্বালানির চাহিদা পূরণ করা। সেক্ষেত্রে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পায় নয়াদিল্লি। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকটিও গুরুত্বপূর্ণ। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ১৪.০৮ বিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি বিদেশ সফর থেকে দেশে ফিরেছেন মোদি। ফ্রান্স ও আমেরিকায় গিয়েছিলেন তিনি। সেই সফরের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক। অর্থনীতি থেকে বাণিজ্য নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে তাঁদের। এবার কাতারের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও মোদির বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হবে সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ