সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশ আজ ১০ বছর আগের ভয়াবহ সেই রাতের দুঃসহ স্মৃতিতে ব্যথিত। ২৬/১১-র সেই ভয়ঙ্কর স্মৃতি আজও অস্ফুটে বেদনা জাগায় ভারতবাসীর মনে। আজমল কাসভদের নৃশংসতাকে আজ স্মরণ করে ব্যথিত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্মরণ করলেন ২৬/১১ হামলার শহিদদের। কিন্তু সেটা রাজনৈতিক মঞ্চে। আর তা নিয়েই ক্ষোভ বিরোধীদের।
সোমবার রাজস্থানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন মোদি। সেখানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মুম্বই হামলা হয়েছিল কংগ্রেসের নাকের ডগায়। যে সময় মুম্বই হামলা হয়েছিল সেসময় কেন্দ্রেও কংগ্রেস সরকার ছিল, মহারাষ্ট্রেও কংগ্রেস সরকার ছিল। অথচ কংগ্রেস পরে সেই হামলার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। তিনি বলেন,”দশ বছর আগে মুম্বই হামলা গোটা দুনিয়াকে হতভম্ব হয়ে দিয়েছিল। কংগ্রেসে সেই হামলার রাজনৈতিক ফায়দা তুলে রাজস্থানে ভোট জেতার চেষ্টা করে।” প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চায়। আমাদের জওয়ানরা কি গোপন অপারেশনের সময় সঙ্গে ক্যামেরা নিয়ে যাবেন? ভারত ২৬/১১ হামলার স্মৃতি কোনওদিনই ভুলবে না। আমি গোটা দেশকে আশ্বস্ত করতে চাই হামলায় দোষীরা শাস্তি পাবেই। ” এদিন কংগ্রেসের বিরুদ্ধে নকশাল আন্দোলনকে সমর্থনেরও অভিযোগ আনেন মোদি। তিনি বলেন, “কংগ্রেস নকশালদের আন্দোলনকে বিপ্লবের সঙ্গে তুলনা করে। তাদের শংসাপত্র দেয়। কিন্তু আমাদের সরকার সন্ত্রাসবাদী এবং নকশালদের তাদের ভাষাতেই উত্তর দেয়।”
উল্লেখ্য, রবিবারই একটি জনসভায় রাম মন্দির মামলা পিছোনোর জন্যও কংগ্রেসকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী। মোদির দাবি, অপসারণের নামে বিচারপতিরদের ভয় দেখিয়েছে কংগ্রেস। আর সেকারণেই পিছিয়ে গিয়েছে মন্দির মামলার শুনানি। যদিও, বিরোধীরা প্রধানমন্ত্রীর এই কথায় কোনও যুক্তি খুঁজে পাননি।
माओवादी आये दिन निर्दोषों को मौत के घाट उतार देते हैं।अभी इनके हमले में भरतपुर का नौजवान शहीद हो गया। जिन नक्सलियों ने भरतपुर के जवान को पीठ पर वार करके मौत के घाट उतारा उन्हीं नक्सलियों को कांग्रेस के नेता क्रांतिकारी होने का सर्टिफिकेट दे रहे हैं: पीएम
— BJP (@BJP4India)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.