সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না। স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে সাফ হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে মোদির ঘোষণা, পরমাণু যুদ্ধ নিয়ে ভয় দেখালেও ভারত সেটা আর সহ্য করবে না। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পাক সেনাপ্রধান আসিম মুনির-সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধের জিগির তুলেছেন। স্বাধীনতা দিবসে পড়শি দেশকে সপাটে জবাব দিলেন মোদি।
সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনির, এমনটাই মত বিশ্লেষকদের। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, “যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা।”
পরমাণু যুদ্ধ নিয়ে পাকিস্তানের মন্তব্যে ভারতের তরফেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। লালকেল্লা থেকেও ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, “পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না। বহুদিন ধরে এই হুমকি শুনে আসছি। যদি আমাদের শত্রু এইরকমভাবে হুমকি দিতে থাকে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভাষাতেই জবাব দেবে। যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত।”
| Delhi: Prime Minister Narendra Modi says, “Bharat ne yeh tay kar liya hai ki khoon aur paani ek saath nahi bahega…”
(Video Source: DD)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.