সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে ভারতের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। টপকে গেলেন ইন্দিরা গান্ধীর নজির। তবে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় আপাতত তিনি তৃতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসাবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি।
স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে ইন্দিরা গান্ধীর। প্রথম দফায় তিনি ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন।
প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই একাধিক নজির গড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে কুর্সিতে থাকার নজিরও রয়েছে। এছাড়াও অহিন্দিভাষী রাজ্য থেকে আসা নেতা হিসাবেও দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন তিনি। একমাত্র অকংগ্রেসি নেতা হিসাবে টানা দুই দফা প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করেছেন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একমাত্র অকংগ্রেসি হিসাবেও নজির গড়েছেন মোদি।
তবে নজির গড়ার দিনে দেশে নেই মোদি। বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই উপলক্ষে ব্রিটেনে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন মালদ্বীপ সফরে।
টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড
জওহরলাল নেহরু- ১৬ বছর ২৮৬ দিন
নরেন্দ্র মোদি- ১১ বছর ৬০ দিন
ইন্দিরা গান্ধী-১১ বছর ৫৯ দিন
মনমোহন সিং- ১০ বছর ৪ দিন
অটলবিহারী বাজপেয়ী-৬ বছর ৬৪ দিন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.