ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সোমবার, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। এই খবর জানার পর দেশবাসীর কৌতূহল তুঙ্গে। কী নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী? ভারত-পাক যুদ্ধ আবহে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে পারেন তিনি। আবার সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন মোদি। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক সম্ভাবনাই দেখা যাচ্ছে।তাই আজ রাত ৮টার দিকে নজর সকলের।
Prime Minister Narendra Modi will address the nation at around 8 PM today.
— ANI (@ANI)
গত ২০ দিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। তারপর বিহারে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। পাক মদতপুষ্ট জঙ্গিদের এই নৃশংস কাজের পালটা হিসেবে গত ৭ মে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়।পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির। এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর।সংঘর্ষবিরতির পরও সীমান্তে লাগাতার উসকানি দিয়ে চলেছে পাকিস্তান, বারবার তার পালটা দিয়েছে ভারতীয় সেনা।
এরপর একাধিকবার শুধু বিদেশ সচিব বিক্রম মিসরি এবং সেনাবাহিনীর তরফে দুই আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং প্রেস বিবৃতি দিয়েছেন। কিন্তু পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া নিয়ে এখনও খোদ প্রধানমন্ত্রী মোদি কিছু বলেননি। এবার তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছু বলবেন বলে মনে করা হচ্ছে। অপারেশন সিঁদুরের পর এটাই হবে তাঁর প্রথম ভাষণ। যুদ্ধ সংক্রান্ত কোনও ঘোষণা করবেন কি? নাকি সন্ত্রাসের বিরুদ্ধে কড়া কোনও বার্তা দেবেন? সম্ভাবনার দোলাচলে বহু আলোচনা শুরু হয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.