Advertisement
Advertisement
UN session

রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকা যাবেন না মোদি! ঘুরিয়ে ট্রাম্পকে বার্তা?

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা অধিবেশনে ট্রাম্পের ভাষণের দিকে নজর থাকবে নয়াদিল্লির।

PM Modi to skip general debate at UN session in US

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:September 6, 2025 9:54 am
  • Updated:September 6, 2025 10:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শংকর ভাষণ দেবেন। এর আগে ঠিক ছিল, ২৬ সেপ্টেম্বর মোদি ভাষণ দেবেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর পরিবর্তে জয়শংকর ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর।

Advertisement

জুলাই মাসে প্রকাশিত তালিকায় জানা গিয়েছিল চিন, পাকিস্তান, বাংলাদেশের প্রশাসনিক প্রধানদের সঙ্গে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন মোদিও। কিন্তু এবার জানা গেল, মোদির পরিবর্ত হিসেবে জয়শংকরের কথা। প্রসঙ্গত, এবারের অধিবেশনে প্রথম বক্তব্য রাখার কথা ব্রাজিলের। এরপরই আমেরিকার প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন। ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এটাই রাষ্ট্রসংঘে তাঁর অধিবেশন।

বলে রাখা ভালো, নিউ ইয়র্কে হতে চলা ওই অধিবেশনে ট্রাম্প কী বলবেন, সেদিকে কড়া নজর থাকবে নয়াদিল্লির। সাম্প্রতিক অতীতে ‘শুল্কযুদ্ধে’র আবহে ট্রাম্পের নানা বক্তব্যে দুই দেশের সম্পর্কের বিবিধ টানাপোড়েন সামনে এসেছে। এদিকে সম্প্রতি এসসিও বৈঠকে মোদিকে পুতিন ও জিনপিংয়ের পাশে দেখে ট্রাম্প সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এই পোস্ট নিয়ে কিছু বলার নেই এখনও পর্যন্ত।’ এর আগে প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন, ট্রাম্প ও মোদির সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এবার ফের ট্রাম্পকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। পরে ট্রাম্প ব্যাখ্যা করে বলেছেন, তাঁর এই ধরনের মন্তব্যের নেপথ্যে রয়েছে তাঁর হতাশা। এবার রাষ্ট্রসংঘে তিনি কী বলেন এবং ভারতের তরফেও সেই প্রসঙ্গে কিছু বলা হয় কিনা সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ