Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে এবার ব্রিটেনে মোদি, যাবেন মালদ্বীপেও

আগামী ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে এই বিদেশ সফর।

PM Modi to visit UK, Maldives from July 23–26 to strengthen trade and diplomatic ties

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:July 20, 2025 1:45 pm
  • Updated:July 20, 2025 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই দ্বিদেশীয় সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের মূল লক্ষ্য দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ও রাজনৈতিক আলোচনার সূত্রপাত হবে।

Advertisement

সফরের প্রথম পর্বে ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রী মোদি যাবেন ব্রিটেনে। সেখানে ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হবে। এই চুক্তির ফলে ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের উপর থেকে শুল্ক হ্রাস পাবে, একই সঙ্গে ব্রিটেন থেকে হুইস্কি ও গাড়ির মতো পণ্যের আমদানি সহজতর হবে। দীর্ঘ তিন বছর ধরে চলা কঠিন আলোচনার ফলাফল এই চুক্তি। যার মাধ্যমে উভয় দেশের বাজারে প্রবেশাধিকারের পথ সুগম হবে এবং একটি উন্নততর বাণিজ্য পরিবেশ সৃষ্টি হবে বলে দাবি কেন্দ্রের। ভারত-ব্রিটেন এই চুক্তি কেবল অর্থনৈতিক সম্পর্ক নয়, নিরাপত্তা সহযোগিতাকেও আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপকতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশ আরও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বের পথে এগোবে।

এরপর সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদি ২৫ ও ২৬ জুলাই মালদ্বীপে থাকবেন। সেখানে তিনি দেশটির ৬০তম জাতীয় দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর শাসনকালে এটি প্রধানমন্ত্রী মোদির প্রথম মালদ্বীপ সফর এবং ২০১৯ সালের জুনের পর তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরও বটে। সম্প্রতি ‘ইন্ডিয়া আউট’ আন্দোলন ও মালদ্বীপ সরকারের চিনপন্থী অবস্থানের কারণে ভারত-মালদ্বীপ সম্পর্ক কিছুটা চাপের মধ্যে ছিল। সেই প্রেক্ষিতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি মালদ্বীপের সঙ্গে আস্থা পুনর্গঠন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিকে পুনরায় জোরদার করার চেষ্টা করবেন।

প্রেসিডেন্ট মুইজ্জু ২০২৪ সালের অক্টোবরে নির্বাচনের পর ভারত সফর করে সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন। সেই পদক্ষেপেরই প্রতিফলন এবং সম্প্রসারণ ঘটবে প্রধানমন্ত্রী মোদির এই সফরের মাধ্যমে। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের কৌশলগত স্বার্থ রক্ষার দিকেও গুরুত্ব দেবে এই সফর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement