ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর ব্যাপী গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করলেন ডোনাল্ড ট্রাম্প। ‘বন্ধু’র সেই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষবিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন-একাধিক প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার ওভাল অফিসে বৈঠক সারেন ট্রাম্প-নেতানিয়াহু। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে বন্ধু বলে স্বীকার করলেও তাঁর প্রস্তাবে পুরোপুরিভাবে রাজি হতে পারেননি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইজরায়েল এবং হামাস দু’পক্ষই এই প্রস্তাব মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি হবে। ৭২ ঘণ্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দিদের ফেরাতে হবে। ইজরায়েলও সমস্ত বন্দিদের মুক্তি দেবে। তারপরেই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে, রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে।
এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গাজার প্রশাসন এবং অন্যান্য় গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অরাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। ট্রাম্পের নেতৃত্বে তৈরি হবে গাজার পুনর্গঠনের পরিকল্পনা। কোনওভাবেই গাজা দখলের চেষ্টা করবে না ইজরায়েল। কিন্তু এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরিভাবে একমত হতে পারেননি নেতানিয়াহু। বিশেষত গাজায় অরাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে আগামী দিনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে, এমনটাই মত তাঁর।
তবে ‘বন্ধু’ ট্রাম্পের প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গাজার সংঘাত মেটাতে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানাই। দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে ইজরায়য়েল এবং প্যালেস্টাইনের মানুষের উন্নতি করবে এই পরিকল্পনা।’ গোটা বিশ্ব ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে বলে আশাবাদী তিনি। তবে হামাসের তরফে বলা হয়, তারা কোনও প্রস্তাব পায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.