Advertisement
Advertisement
Guru Purnima

‘অতিমারীর সময় আরও প্রাসঙ্গিক বুদ্ধের বাণী’, দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা PM Modi’র

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমস্ত মানুষকে।

PM Modi wishes people on Guru Purnima | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 24, 2021 2:07 pm
  • Updated:July 24, 2021 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গুরু পূর্ণিমায় (Guru Purnima) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে শনিবার সকালে এক অনুষ্ঠানে তিনি সকলকে মনে করিয়ে দিলেন, বুদ্ধের শিক্ষা এই করোনা অতিমারীর সময় আরও বেশি করে মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (Ramnath Kovind) গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমস্ত মানুষকে।

Advertisement

এদিন সকালে ‘অশধা পূর্ণিমা ধামা চক্র’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মানব সভ্যতা আজ করোনার সঙ্কটের মুখে পড়েছে। আর তাই গৌতম বুদ্ধ আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ভারত দেখি দিয়েছে আমরা কীভাবে ওঁর চলা পথে হেঁটে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি দেশ একে অপরের হাত ধরে একে অপরের শক্তি বাড়াচ্ছে।’’

[আরও পড়ুন: Maharashtra: প্রবল বৃষ্টি আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৯, নিখোঁজ বহু]

দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেন, ‘‘দুঃখের সমাপ্তি ঘটাতে বুদ্ধের আশ্বাস, জীবনের সবক্ষেত্রে নৈতিকতা ও সংযমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বজনীন মমতা ও অহিংসার উপরে তাঁর জোর দেওয়ার বার্তা, গত ২৬০০ বছর ধরে সারনাথে তাঁর প্রথম উপদেশের পর থেকেই মানুষকে অনুপ্রাণিত করেছে।’’

প্রতি বছরই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় গুরু পূর্ণিমা। শিক্ষক ও আধ্যাত্মিক গুরুদের উদ্দেশে সমর্পিত দিনটি। হিন্দু ধর্মমতে, গুরুই সুশিক্ষা দিয়ে উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়ে তোলেন তাঁর শিষ্যকে। পাশাপাশি ঈশ্বর লাভের পথও তিনি দেখান। তাই আজকের দিনে ছাত্রছাত্রীরা তাঁদের গুরু ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

[আরও পড়ুন: ভারতে আসছেন মার্কিন বিদেশ সচিব, মোদি-ব্লিঙ্কেন বৈঠকে উঠবে Afghanistan ইস্যু]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement