Advertisement
Advertisement
Putin

পুতিনের ৭৩তম জন্মদিনে ফোন মোদির, কী কথা দুই রাষ্ট্রনেতার?

মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিন।

PM Modi Wishes Putin On 73rd Birthday

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:October 7, 2025 7:01 pm
  • Updated:October 7, 2025 7:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিন। তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ফোনালাপে দুই রাষ্ট্রনেতা আলোচনা করেছেন ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয়ে। পাশাপাশি মোদি জানিয়েছেন, পুতিনকে ভারতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে রয়েছে তাঁর সরকার। 

Advertisement

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধের’ মাঝেই ডিসেম্বরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টকে মোকাবিলার জন্য প্রাথমিকভাবে দুই বন্ধু কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। তবে বৈঠকে আরও বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

সম্প্রতি নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে আমেরিকাকে সাফ বার্তা দেন পুতিন। একটি সম্মেলনে ভারত-সহ ১৪০টি দেশের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানেই তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের কোনওদিন সমস্যা বা অশান্তি ছিল না। আমি জানি, ভারত অপমান সহ্য করবে না। বাইরে থেকে কোনও দেশ যতই চাপ আসুক না কেন, মাথা নোয়াবে না ভারত।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে পুতিনের দাবি, যে পদক্ষেপে ভারত অপমানিত হবে এমন কোনও কাজ করবেন না মোদি।

রুশ তেল কেনা নিয়েও ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন। তাঁর কথায়, “ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের লোকসান হবে ভারতের। সেদেশের আমজনতা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে নেতারা দেশের জন্য কি সিদ্ধান্ত নেন। দেশের অপমান হবে, এমন কোনও সিদ্ধান্ত নেবে না ভারতের নেতারা। তবে মার্কিন শুল্কের কারণে ভারতের যা লোকসান হবে, সেটা মিটিয়ে দিতে ভারত থেকে আরও বেশি পরিমাণ কৃষিপণ্য এবং ওষুধ কিনবে রাশিয়া।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ